ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের হুংকারে পরাজিত ওয়েস্ট ইন্ডিজ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2021


Thumbnail

বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে খেলায় ফিরে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল জয় পাওয়াটা কঠিন হবেনা টাইগারদের জন্য। আর হলও তাই। ওয়েস্ট ইন্ডিজের সাথে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে শুভ সূচনা করলো টাইগাররা।

নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে টস জিতলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং নিয়েছেন তিনি। টস হেরেও যেন চাওয়া পূরণ হয়েছে ক্যারিবিয়ানদের। অধিনায়ক জেসন মোহাম্মেদ জানান, আগে ব্যাটিং পেয়ে খুশি তারা।

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানে থামিয়ে মূল কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। এরপরও জয় এলো না সহজে। হারাতে হলো প্রথম চার ব্যাটসম্যানকে, খেলতে হলো ৩৩.৫ ওভার।

মহামারীকালে ১১ মাস খেলার বাইরে ছিল বাংলাদেশ। ফেরার ম্যাচে জিতল ৬ উইকেটে। আইসিসি ওয়ানডে লিগে করল শুভসূচনা। স্বাগতিকদের বোলিং যতটা ভালো হয়েছে, ব্যাটিং ততটাই বিবর্ণ। ছোট লক্ষ্য ছিল, তাই সমস্যা হয়নি। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের এমন ব্যাটিংয়ে ভাবনার যথেষ্ট খোরাক আছে।

ছোট রান তাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেছে বাংলাদেশ। ৫ ওভারে কোনো উইকেট নাহারিয়ে তুলেছে ২৩ রান। তবে আকিলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে লিটন। পরবর্তীতে তিনে নেমে মাত্র ১ রান করে আউট হন শান্ত। অপরদিকে সাকিব আল হাসানের ব্যাটিং ব্যর্থতা বজায় রয়েছে। ৪৩ বল খেলে করেন মাত্র ১৯ রান। সাকিব আউট হওয়ার পর আর উইকেট হারায় নি বাংলাদেশ।

৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭