ইনসাইড গ্রাউন্ড

সাকিব কি রূপকথার নায়ক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

আসলো দেখলো খেললো এবং জয় করলো। এমনই হওয়া উচিত একজন রূপকথার নায়কের। আর সেই রূপকথার নায়কই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেই এতটা নিজেকে মেলে ধরেনি মনে হয় কেও। দীর্ঘ দিন পর দলে জায়গা পেলেও সবার মনে প্রশ্ন ছিল, পারবে কি সাকিব? সে প্রশ্নের করা জবাব দিলো নিজের বোলিং দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের করা ৭.২ ওভারে ২ মেইডেনে ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এমন পারফর্মের পর কে বলবে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি দীর্ঘ ১৬ মাস? নিজের পারফর্মেন্সে নিজেও অনেক খুশি যা ম্যাচ শেষে জানায় সাকিব। সাকিব বলে, ‘ভালো লাগছে। ১৬-১৭ মাস পর খেলাটা সহজ নয়। তবে যেভাবে পারফর্ম করেছি, আমি খুশি। বিষয়টা হলো, আমরা ১০ মাস কিছুই খেলিনি। তাই সবাই খেলার জন্য মুখিয়ে ছিল। শুরুতে সবার মধ্যেই নার্ভাসনেস ছিল, একইসঙ্গে উত্তেজনাও কাজ করেছে।’

তাঁর শুধু বোলিং পারফর্মেন্সের উপর ভিত্তি করেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হয়। কারণ তাঁর ব্যাটিং পারফর্মেন্স তেমনটা সুনাম করার না। ব্যাট হাতে করেছে মাত্র ১৯ রান। আর তা করতেও খরচ করেছে ৪৩ বল। তো তাঁর নিজের ব্যাটিং দিকটা দেখতে হবে। যদি সাকিব নিজের ব্যাটিং ঠিক করে পরের ম্যাচ খেলে, তবে আবার আগের সাকিবকে দেখবে বাংলাদেশ।

বোলিংয়ে সাফল্যের পেছনে সহজ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার পরিকল্পনা ছিল যে সবকিছু যত সহজ রাখা যায়, যত ভালো জায়গায় বোলিং করা যায় এবং বাকিটা উইকেটের (পিচ) হাতে ছেড়ে দেয়া।’

ম্যাচ শেষেও নিজের বোলিং দিকটাই তুলে ধরেছেন সাকিব। তিনি নিজেও জানেন,তিনি খেলেছেন বলে, ব্যাটে না। তবে সে একজন বিশ্ব মানের খেলোয়াড়। ব্যাটিংয়েও ফিরতে বেশি সময় লাগবেনা সেটা সবার জানা। কথায় আছেনা, “ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট।“

সুতরাং সাকিব যে শুধু একজন ভাল খেলোয়াড় নয় একজন বিশ্ব মানের খেলোয়াড় তা জানান দিয়েছেন তিনি। তাই তাঁর এই পারফর্মেন্স দেখে ধারাভাষ্যকারও বলে উঠেছে, “ইউ বিউটি সাকিব।“      



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭