ওয়ার্ল্ড ইনসাইড

করোনার নতুন ধরনের অস্তিত্ব পাওয়া গেছে ৬০টি দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের অস্তিত্ব অন্তত ৬০টি দেশে পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনটাই জানাচ্ছে এএফপি। 

বিশ্বে করোনা মহামারিতে ২ মিলিয়ন মানুষ এরইমধ্যে মারা গেছেন। নতুন ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে। ভ্যাকসিনের আওতায় সবাইকে আনতে না পারলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

দক্ষিণ আফ্রিকার অন্তত ২৩টি এলাকায় ভাইরাসের এই নতুন ধরন ছড়িয়ে পড়েছে। সাপ্তাহিক করোনা আপডেটে এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যদিও ইউরোপ ও আমেরিকায় ভ্যাকসিন কার্যক্রম দ্রুত শুরু হওয়ায় আশা করা যাচ্ছে মহামারি নিয়ন্ত্রণের। ইউরোপিয় ইউনিয়ন মঙ্গলবার জানিয়েছে, আগস্টের মধ্যে ৭০ ভাগ বয়স্ক মানুষ টিকার আওতায় আসবে বলে আশাবাদি তারা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭