ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বে করোনা আক্রান্ত ৯ কোটি ৬৮ লাখ, মৃত্যু ২০ লাখ ৭৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

বিশ্বে করোনা ভাইরাসে ৯ কোটি ৬৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ লাখ ৭৪ হাজারের বেশি। বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৬১২ জন এবং মারা গেছেন ২০ লাখ ৭৪ হাজার ৪৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ১১৬ জন।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে ভারত।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭