ইনসাইড গ্রাউন্ড

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর দখলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

কিছুদিন আগেই ফুটবল ইতিহাসে ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাত্র দুই ম্যাচ পর ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। রোনালদো মোট গোলের সংখ্যা এখন ৭৬০, যা আর কারো নেই।

বুধবার (২০ জানুয়ারি) রাতে ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। শিরোপা জয়ের এ ম্যাচে দলের প্রথম গোলটি করেন রোনালদো। আর এ গোলের সঙ্গে সঙ্গে সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক হন তিনি।

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে বল নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান রোনালদো। সেখান থেকে খুব সহজে গোল আদায় করেন পাঁচবারের এ বর্ষসেরা ফুটবলার।

এ গোল নিয়ে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলের সংখ্যা দাঁড়ালো ৭৬০টি। গত ১০ জানুয়ারি সিরি’আ-তে সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী রোনালদোর। অর্থাৎ, ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন রোনালদো।

দলের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারো মোরাতা। অতিরিক্ত সময়ে (৯০+৫) গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭