ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

ভারতের পুনেতে সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে এ তথ্য। 

বৃহস্পতিবার দুপুরে ১ নম্বর টার্মিনালের গেটে আগুন দেখা যায়। কালো ধোঁওয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দুপুর তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড  ঘটে।

প্রচুর পরিমাণে করোনার টীকা মজুত থাকার কথা সেরামে। অগ্নিকাণ্ডের ঘটনায় তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভারত জুড়ে।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হলো ভারতের পুনে শহরে অবস্থিত ভ্যাকসিন ও ইমিউনোবায়োলজিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এটি সাইরাস পুনাওয়ালা ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি  টিকার ডোজ উৎপাদনের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭