ইনসাইড গ্রাউন্ড

নির্দিষ্ট সময়েই হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

আগামী সেপ্টেম্বরে নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের সর্বশেষ সভায় টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর। তবে একই মাসে তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে বিওএ ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তার কথা উঠেছিল।

১০ থেকে ১৯ সেপ্টেম্বর ইসলামিক সলিডারিটি গেমস হলেও তাতে তেমন কোনো সমস্যা হবে না উল্লেখ করে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ ও পাকিস্তান। মনে করি না যে, এই গেমস সাফ চ্যাম্পিয়নশিপের কোনো সমস্যা করবে। আমি কালই (বৃহস্পতিবার) এ নিয়ে বাফুফের সঙ্গে কথা বলব।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের স্বত্ত্ব কিনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে এ টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ।’

বাংলাদেশে এর আগে তিনবার চ্যাম্পিয়নশিপ হয়েছে। এর মধ্যে ২০০৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবার আয়োজন করেই। ২০০৯ সালে আয়োজক হয়ে বাংলাদেশ বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। সর্বশেষ ২০১৮ সালে আয়োজক বাংলাদেশ বিদায় নেয় গ্রুপপর্ব থেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭