ইনসাইড পলিটিক্স

বিদ্রোহ দমাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

এতদিন শুধু হুমকি আর ভয় দেখানো হয়েছে। কিন্তু এবার সত্যি সত্যি কঠোর হচ্ছে আওয়ামী লীগ। পৌরসভা নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তির খড়গ নেমে আসছে। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চিঠি দেয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তারা যদি তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ না করেন এবং আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নেন, তাহলে তাদের সাময়িক বহিষ্কার করা হবে। শুধু বিদ্রোহী প্রার্থী নন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের যে সব নেতা বা জনপ্রতিনিধি প্রচারণা করবে,তাদের বিরুদ্ধেও কারণ দর্শানো নোটিশ যাচ্ছে। এই নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, আওয়ামী লীগের একটি সূত্র বলছে, বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, অপরাধের মাত্রা অনুযায়ী। যারা বিদ্রোহী প্রার্থী সৃষ্টি করেছেন, বা যারা বিদ্রোহী প্রার্থীকে দাড় করিয়েছেন, তাদের হবে সর্বোচ্চ শাস্তি। আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মির্জা আযম বাংলা ইনসাইডারকে বলেছেন ‘আমাদের দলীয় সিদ্ধান্ত খুব স্পষ্ট এবং পরিষ্কার। মনোনয়ন পত্র প্রত্যাহারে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময় সীমার মধ্যে যে সব বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করবে না’, তাদের সরাসরি বহিষ্কার করা হবে।’ তিনি বলেন ‘এজন্য তাদের কোন রকম কারণ দর্শানো হবে না।’ মির্জা আযম বলেন ‘শুধু তাই নয়, দলের সিদ্ধান্ত হলো, ঐ বিদ্রোহীরা কোন দিন নৌকা প্রতীক পাবেন না।

আওয়ামী লীগের অন্য একজন নেতা বলেছেন ‘বিদ্রোহী প্রার্থী তৈরী হচ্ছে মূলত: এমপিদের পৃষ্ঠপোষকতায়। এসব এমপিদেরও চিহ্নিত করা হয়েছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দলে এরকম ৩৪ জন এমপি পাওয়া গেছে, যাদের মদদে এবং পৃষ্ঠপোষকতায় পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই এমপিদের ইতিমধ্যে মৌখিক সতর্ক করা হয়েছে। যারা এই সতর্ক বার্তা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীকে মদদ দিচ্ছে, তারা ভবিষ্যতে আর মনোনয়ন পাবেন না এমন কঠোর অবস্থানে আওয়ামী লীগ যেতে পারে বলেও দলের একটি সূত্র বলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যে সব জনপ্রতিনিধিরা বিদ্রোহী প্রার্থীকে মদদ দিচ্ছেন, তারা আমাদের নজরদারিতে আছেন। তাদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭