ইনসাইড ক্যারিয়ার

কেমন হবে বিসিএস প্রস্তুতি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2017


Thumbnail

কিছুদিন আগেই অনার্সের রেজাল্ট বের হয়েছে অনিকের। এরপর থেকেই পড়াশুনার প্রতি আরও মনোযোগী হয়ে পড়েছে সে। ফর্ম পূরণ করেছেন বিসিএসের। এখন অপেক্ষা শুধু পরীক্ষার দিন ঘোষণার।

বিসিএস পরীক্ষার ফর্ম পূরণের সময় গত ১০ আগস্ট শেষ হয়েছে। এবার ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮টি আবেদন জমা পড়েছে। এটি বিসিএসের ইতিহাসে রেকর্ড পরিমাণ আবেদন। তাই বলাই যায় এবারের বিসিএসের প্রতিযোগিতা যেকোনো সময়ের চেয়ে আরও কঠিন হবে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাই পড়াশুনাও করতে হবে বেশি এবং কৌশল অনুযায়ী।

এমনও অনেক চাকরিপ্রার্থী রয়েছেন যারা সারাদিন পড়াশুনা করছেন। কিন্তু তাঁদের পড়াশুনার কৌশল ঠিক নেই। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কৌশল খুবই গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রিলি প্রস্তুতি নেওয়ার আগে একজন প্রার্থীকে জানতে হবে প্রস্তুতি ভালো নেওয়ার জন্য কি কি বই পড়া যেতে পারে। এজন্য অনেক আগে থেকেই বই ও নোটের তালিকা করতে হবে। এজন্য বড় ভাই বা এমন কেউ যার বিসিএসে ভাইভা বা লিখিত দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে। দরকারি কোনো বই বাজারে না পাওয়া গেলেও কারও কাছ থেকে সংগ্রহ করা যেতে পারে।

বিসিএসের মতো বড় পরীক্ষায় অনেকে কিছুদিন পড়াশুনা করেই আর ধৈর্য রাখতে পারে না অর্থাৎ হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে না দিয়ে পড়াশুনা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে বিসিএস ক্যাডার হয়েছে এমন মানুষদের নিকট থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে।

অনেকে পড়াশুনা শুরু না করেই বিসিএস পরীক্ষার ঘোষণার জন্য অপেক্ষা করে। কিন্তু বুঝতে হবে যে এটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। পড়াশুনা দেরি করে শুরু করলে অন্যান্য প্রার্থী থেকে অনেক পিছিয়ে পড়তে হতে পারে। তাই ধৈর্য নিয়ে দিনের পর দিন পড়াশুনা করতে হবে।

বিসিএসের পড়াশুনা সাধারণত একটি গ্রুপের কয়েক জন মিলে একসঙ্গে করলে অনেক অজানা তথ্য জানা যায়। একসঙ্গে পড়াশুনা করলে একে অপরের বই নিয়েও পড়া যায়। জানার পরিধিটাও বেশি হয় এর মাধ্যমে।

বিসিএস প্রিলির ক্ষেত্রে সব পড়তে না যেয়ে বুঝেশুনে পড়াই উত্তম। কারণ মানুষের মেমোরি অত্যাধিক পড়াশুনা মনে রাখতে অক্ষম। তাই সব না পড়ে, পড়তে হবে গুরুত্ব বুঝে।

বিসিএস প্রার্থীদের মধ্যে একটি দ্বন্দ্ব সবসময়ই কাজ করে। সেই দ্বন্দ্বটি হলো বিসিএস কোচিং করলে ভালো হবে না সময় নষ্ট হবে। এমনও অনেক অতি উৎসাহী চাকরি প্রার্থী রয়েছে যারা কোনো কোচিং সম্পর্কে না জেনে, না বুঝেই ভর্তি হয়। প্রত্যাশামতো না হওয়ায় কিছুদিন পর তাঁরা কোচিংয়ে যাওয়া বাদ দিয়ে দেয়। এতে সময় ও টাকা উভয়ই নষ্ট হয়।

মডেল টেস্ট পরীক্ষার কৌশল ও অভিজ্ঞতা বৃদ্ধিতে কাজ করে। বিসিএস পরীক্ষার আগে পরীক্ষা দেয়ার কিছু অভিজ্ঞতা আগে থেকেই থাকলে তা পরীক্ষার দিন নেগেটিভ মার্কিং ও টাইম মেইনটেইনে সহায়তা করে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭