ইনসাইড গ্রাউন্ড

নজর কেড়েছেন হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2021


Thumbnail

সবার চোখ সাকিবের দিকে থাকলেও নবীন এক খেলোয়াড়কে ভোলা যাবেনা। অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে হাসান মাহমুদ আগমণী বার্তা জানিয়েছেন বেশ জোরেসোরেই। বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের মতে,  কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তরুণ এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ রানে ৪ উইকেট নিয়ে সাকিব ম্যাচ সেরা হলেও তার এমন পারফরম্যান্স খুব অপ্রত্যাশিত নয়। সেদিক থেকে বরং এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে হয়তো হাসানের বোলিংই।

প্রথম স্পেলে একটু মানিয়ে নিতে সময় লেগেছে হাসানের। দ্বিতীয় স্পেলে ফিরে দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি ভাঙেন ক্যারিবিয়ানদের একমাত্র অর্ধশত রানের জুটি। পরের বলেই ধরেন আরেকটি শিকার। হ্যাটট্রিক না হলেও ম্যাচে ৩ উইকেট নিয়ে নিজের ছাপ রাখেন প্রবলভাবে।

হাসানকে নিয়ে বেশ কিছুদিন ধরেই স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট। মূলত মসৃণ বোলিং অ্যাকশন, সহজাত গতি, স্কিড করানো ও বাড়তি বাউন্স করানোর ক্ষমতা, এসব দিয়েই নজর কাড়েন বয়সভিত্তিক ক্রিকেটে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার শিকার ছিল ৯ উইকেট।

প্রথম ম্যাচে ২১ বছর বয়সী পেসারের এমন পারফরম্যান্স অবাক করেনি তার বোলিং কোচকে। বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে গিবসন বললেন,  উন্নতির পথ ধরে এগিয়েই হাসান নিজেকে মেলে ধরেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭