ইনসাইড ওয়েদার

আবারও ঘন কুয়াশা দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2021


Thumbnail

সপ্তাহ গড়াতেই আবারও ঘন কুয়াশায় ঢাকা সারাদেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহ্স্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাপন। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত জনজীবন। হাড় কাঁপানো শীতে কোন রকমে শীত নিবারন করছেন তারা। গেল সপ্তাহ জুড়ে ঘন কুয়াশার কারণে ব্যাহত হয় ফেরি চলাচলও। 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭