ইনসাইড পলিটিক্স

আ.লীগের মেয়র প্রার্থী রেজাউলের চসিক নির্বাচনী ইশতেহার কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2021


Thumbnail

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে বাকী আর ৪ দিন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরীর চসিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে শনিবার (২৩ জানুয়ারি)। মেয়র প্রার্থী রেজাউল করিমের ইশতেহারে কি থাকবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে নগরবাসীর মধ্যে। পরিকল্পিত চট্টগ্রাম মহানগর উন্নয়নে ৫৭টি প্রস্তাবনা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়েই প্রকাশ হতে পারে মেয়র প্রার্থী মো: রেজাউল করিম চৌধুরীর ইশতেহার।

মেয়র প্রার্থী মো: রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। বাসযোগ্য আধুনিক নগর গড়ে তুলতে এবংপরিকল্পিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।

এছাড়া দলীয় সূত্রেও জানা গেছে, চসিক সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহার প্রকাশ হতে যাচ্ছে শনিবার। এই ইশতেহারে উঠে আসছে চট্টগ্রাম পরিকল্পিত নগরী, যানজট, সন্ত্রাস ও শিক্ষা-স্বাস্থ্যসহ নানাবিধ দিক তুলে ধরেই তৈরি করা হচ্ছে এই নির্বাচনী ইশতেহার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭