ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে সিরিজ হেরে টেস্টের অপেক্ষায় উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2021


Thumbnail

ওয়ানডেতে দলে নতুন মুখের ছড়াছড়ি। তবে টেস্টে এই দলই কিছুটা অভিজ্ঞ। এই দল গত কয়েক মাসে খেলেছে বেশ কিছু টেস্ট। এসবের ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের আশার পালে মূলত দোলা দিচ্ছে কঠিন কন্ডিশনে লম্বা সময় ধরে দল প্রস্তুতির মধ্যে থাকায়। তাই আসছে টেস্ট সিরিজ নিয়ে ভালো কিছুর আশা করছেন সিমন্স।

একই সময়ে ওয়ানডে দলের সঙ্গে বাংলাদেশে এসে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড।

সবশেষ বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার স্বাগতিকদের স্পিন চতুষ্টয়ের জবাব খুঁজে পায়নি তারা। এবার ওয়ানডেতেও স্পিনে ভুগছে দলটি। তারওপর করোনাভাইরাস আতঙ্কে সফরে আসেননি নিয়মিতদের অনেকে। এরপরও টেস্টে ভালো কিছু আশা করছেন সিমন্স। কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারলেন ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউডরা, তিন দিনের প্রস্তুতি ম্যাচে দেখে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ কোচ।

ঢাকায় টানা দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খোয়ানো ওয়েস্ট ইন্ডিজ এখন চট্টগ্রামে। তৃতীয় ওয়ানডেতে খেলার পর এখানেই হবে প্রথম টেস্ট। এক সংস্করণে ব্যর্থতার পর আরেক সংস্করণের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছেন সিমন্স।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী সোমবার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭