ওয়ার্ল্ড ইনসাইড

বাইডেনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2021


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার (২৪ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টুইটারে এক পোস্টে বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকালীন জোটকে আরও শক্তিশালী করা এবং করোনাভাইরাস থেকে মুক্তি লাভ এবং তা টেকসই করার প্রত্যাশায় আছি।

এদিকে গত বুধবার (২০ জানুয়ারি) জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। বরিস জনসন বলেছেন, তাদের শপথগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে গেল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় ফিরে আসার ব্যাপারে জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন বরিস জনসন।

এছাড়াও, সুরক্ষা ও প্রতিরক্ষায় দুই দেশের সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭