ইনসাইড গ্রাউন্ড

রিয়ালের গোল উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2021


Thumbnail

লা লিগায় আলাভেসের বিরুদ্ধে যেন গোল উৎসবে মেতে উঠেছিল রিয়াল মাদ্রিদ। সময়টা ভালো না যাওয়া রিয়ালের জন্য অবশ্য এমন উৎসব বেশ প্রয়োজনীয় ছিল। শনিবার রাতে লস ব্লাঙ্কসরা জিতেছে ৪-১ গোলে। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরলো স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রিয়ালের সময়টা ভালো যাচ্ছিল না। স্প্যানিশ সুপার কাপের সেমিতে থেকে বিদায়, ক`দিন আগেই বিদায় নিতে হয়েছে কোপা দেল রের শেষ ৩২ থেকে। কোপা ও সুপার কাপ থেকে বিদায় এবং দলে চোটের ছড়াছড়ি, দলের হেড কোচ জিদান করোনায় আক্রান্ত! সব মিলিয়ে রিয়াল শিবির ছিল অনেকটাই ছন্নছাড়া।

আলাভেসের মাঠে শুরুতে স্নায়ুচাপে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ধীরে ধীরে চাপ কাটিয়ে খেলায় ফেরে তারা। ম্যাচের ১৫তম মিনিটেই প্রথম গোলের দেখা পায়। কর্নার থেকে হেডে গোলটি করেন কাসেমিরো। এরপর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোর ৩-০ করেন ইডেন হ্যাজার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে চেপে ধরে লিগে দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে জেতা আলাভেস। ৪৭ মিনিটে সফরকারী গোলরক্ষক কোর্তোয়া হোসেলুর শট ঠেকিয়ে দিলেও ৫৯ মিনিটে আর পারেননি। লুকাস পেরেসের ফ্রি কিকে হোসেলুর চমৎকার হেডে গোলের ব্যবধান কমায় (৩-১) আলাভেস।

তবে বাকি সময়ে দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে আলাভেস। উল্টো ৭০ মিনিটে রিয়ালের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭