কালার ইনসাইড

প্রতিযোগিতায় খারাপ কিছু দেখছি না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2017


Thumbnail

গত কোরবানির ঈদে তার আগমন। ‘বসগিরি’ ও ‘শুটার’ দুটি ছবিই ছিল ব্যাবসা সফল। এবার ঈদে আবার ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামে জোড়া ছবি নিয়ে হাজির হয়েছেন। এই এক বছরের পথচলায় আলোচনা কম হয়নি, হয়েছে সমলোচনাও। কিন্তু তিনি তা গায়ে মাখান না। শবনম বুবলী অভিনয়টাই মন দিয়ে করতে চান। ঈদের ছবির হালহাকিকত নিয়ে মুখোমুখি হয়েছেন বাংলা ইনসাইডারের সঙ্গে।

ঈদ কেমন কাটলো?

ঈদের ব্যস্ততার কারণে প্রথম তিনদিনে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দুটি দেখা হয়ে উঠেনি। কোরবানী দেওয়া নিয়ে এক ধরনের ব্যস্ততা ছিল। এরপর রান্না-গরুর কালো ভুনা আর ঝাল টাইপের এক প্রকার মাংস রান্না করেছি। এরপর আমাদের বাসায় আপু-দুলা ভাইরা এসেছে। তাদের সঙ্গে আড্ডা আর গল্পেই সময় কেটেছে।

ঈদের ছবির এখন পর্যন্ত রেসপন্স কেমন?

খুবই ভালো। সবচেয়ে বড় কথা একসাথে দুটি ছবি মুক্তি পেলেও গল্প একটার সাথে আর একটির কোন মিল নেই। সেভাবে আমার চরিত্রও ভিন্ন। অনেকেই ফোন দিয়ে প্রশংসা করছে। কেউ কেউ বলছেন ‘অহংকার’ সিনেমাটি দেখে কেউ বুঝবেন না যে আমি নতুন। আর এ বছর ঈদের দুটি সিনেমা মুক্তি পাওয়ার মাধ্যমে আমার এক বছর পূর্ণ হলো সিনেমা পাড়ায়।

আপনার সমসাময়িক অনেক নায়িকাই আছেন, তার মধ্যে আপনাকে নিয়ে কী আলোচনাটা একটু বেশি হয় না?

এর অন্যতম কারণ আমার সিনেমাগুলো। এখন পর্যন্ত যেসব সিনেমায় অভিনয় করেছি। সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেখান থেকেই আমার জনপ্রিয়তা। আসলে দর্শকের ভালবাসা না থাকলে বেশিদিন টিকে থাকা সম্ভব নয় এ মাধ্যমে। আমি তাদের জন্যই কাজ করে যাচ্ছি। তাদের ভালবেসে এখানে আমি টিকে থাকবো। আমি হারিয়ে যেতে আসিনি। আমার শুরুটা যেমন হয়েছে। সেভাবে সারাজীবন থাকা সম্ভব হবে কিনা জানি না। কিন্তু আমি অভিনয়টা এমন ভাবে করতে চাই যেন আমি চলে গেলেও মানুষ আমাকে স্বরণ করে।

অন্যান্যদের সাথে প্রতিযোগিতা কীভাবে নিচ্ছেন ?

কাজ করতে আসলে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বীতো থাকবেই। সেটা শিল্পের প্রতিযোগিতা। এখানে মারামারি ধরাধরির কিছু নেই। আমি চাই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে কাজ করতে। কোন নোংরা বাক্য একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করতে চাই না। দিনশেষে আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা একটা পরিবার। এখানে সবাই কাজ করতে এসেছি। যদি প্রতিযোগিতা থাকেও, সেটা আমাদের উন্নতি করবে। আমাদের সিনিয়রদের মধ্যেও কিন্তু প্রতিযোগিতা ছিল। আর সেভাবেই তারা ইন্ডাস্ট্রিতে ভাল ভাল সিনেমা করেছেন। প্রতিযোগিতা শব্দটায় আমি খারাপ কিছু দেখছি না। কিন্তু সেটা সুস্থ হওয়া চাই।

শাকিব খানকে নিয়ে যদি কিছু বলতে বলা হয়?

ইন্ডাস্ট্রিতে যদি চোখ বুঝে বিশ্বাস করতে বলা হয় তাহলে তার নামই বলব। আমার যাত্রাটা শুরু হয়েছে তার হাত ধরে। আর হয় না, অনেক দিন ধরে কাজ করছি, সবাইকে চিনি-আমার ক্ষেত্রে বিষয়টা তেমন হয় নি। তাছাড়া তিনি আমার গার্ডিয়ান হিসেবে সব সময়ই আমার পাশে থাকেন। আমার অভিনয়ের বিষয়ে পরামর্শ, ভুল হলে ধরিয়ে দেওয়া, ভালো হলে প্রশংসা করা। যার কারণে তাকেই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি।

অপু বিশ্বাস তো এখনও কিছু ব্যাপার নিয়ে আপনাকে দোষারোপ করেন, তা নিয়ে কী বলবেন?

দেখুন এটা তার নিজস্ব ব্যাপার। তিনি আমার সিনিয়র। সেই ভালো বলতে পারবে কখন কেন এসব কথা সে বলে। আমি তো তাকে নিয়ে কোথাও টু শব্দ করি না। এ নিয়ে আসলে কিছু বলতেই আমি আগ্রহী নই। আমি কাজ করতে এসেছি। সেটাই মনোযোগ দিয়ে করতে চাই।

নতুন কোন ছবির খবর?

নতুন ছবিতে কাজ করছি। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। এটি নির্মাণ করবেন উত্তম আকাশ। এরই মধ্যে সবাই এ খবর জেনেছেন। এ ছবির জন্য আমি নোয়াখাইল্যা ভাষাও শিখেছি। আশা কারি খুব শীঘ্রই সেটা রপ্ত করতে পারবো।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭