ইনসাইড বাংলাদেশ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে তিনগুণ নিত্যপণ্য আমদানি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2021


Thumbnail

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আসন্ন রজমজান মাসে টিসিবির মাধ্যমে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য সাশ্রয়ী দামে বিক্রি করা হবে। ভোজ্য তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। কাউকে সুযোগ নিতে দেওয়া হবে না।’

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বাণিজ‌্যমন্ত্রী বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ এবং ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে গঠিত পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটি কার্যক্রম জোরদার করেছে।’

তিনি বলেন, ‘আমদানিনির্ভর পণ্যের দামের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখা হবে। এজন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি নিয়মিত সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম-বেশি হওয়ায় দেশে তা ওঠা-নামা করে। সমস্যার গভীরে গিয়ে আমরা সমাধানের চেষ্টা চালাচ্ছি। সব ব্র‌্যান্ডের খোলা ভোজ্য তেল কনজুমার প্যাক/বোতলে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে, যাতে সহজেই ব্র‌্যান্ড চেনা যায় এবং ভেজাল প্রতিরোধ করা যায়।  শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি ও মজুত করার জন্য ব্যবসায়ীদের পরমর্শ দেওয়া হয়েছে। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে প্রতি বছরের মতো সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে।’

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মো. ওবায়দুল আজম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্তকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই’র পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭