ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয় দিনশেষে চালকের আসনে অজিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2017


Thumbnail

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩০৫ রানে। ন্যাথান লায়ন একাই নিয়েছেন ৭ উইকেট। কিন্তু ব্যাটিং এ নেমেই অস্ট্রেলিয়া তাদের আসল রূপ দেখাতে শুরু করে। যদিও শুরুতেই তারা ম্যাট রেনশ’র উইকেট হারায়। কিন্তু এরপর ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিতে থাকেন ওয়ার্নার এবং স্মিথ।

৯৩ রানের জুটি গড়ে স্মিথ বোল্ড হন তাইজুলের বলে। এরপর ওয়ার্নার আর হ্যান্ডসকম্ব মিলে ১২৭ রানের জুটি গড়ে দিনশেষে দুইজনই অপরাজিত আছেন। ওয়ার্নার ৮৮ এবং হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ
৩০৫
অস্ট্রেলিয়ারঃ ওয়ার্নার ৮৮, হ্যান্ডসকম্ব ৬৯, স্মিথ ৫৮ ; মুস্তাফিজুর রহমান ১/৪৫, তাইজুল ইসলাম ১/৫০।

শতরানের জুটি, অস্ট্রেলিয়ার দুইশ
ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকমের ব্যাটে ইনিংসে প্রথম শত রানের জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। অর্ধশতক পাওয়া দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় দুইশ পার হয়েছে অতিথিদের সংগ্রহ।

হ্যান্ডসকমের অর্ধশতক
স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক করেছেন পিটার হ্যান্ডসকম। ডানহাতি ব্যাটসম্যান পঞ্চাশ স্পর্শ করেন ৭৪ বলে।

ওয়ার্নার-হ্যান্ডসকমের অর্ধশত রানের জুটি
টানা দুটি অর্ধশত রানের জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের পর পিটার হ্যান্ডসমকমের সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের সঙ্গে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ার্নারকে জীবন দিলেন মুমিনুল
অর্ধশতকে পৌঁছানোর পরপরই ডেভিড ওয়ার্নারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ক্যাচ শর্ট লেগে মুঠোয় নিতে পারেননি মুমিনুল হক। সে সময়ে ৫২ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার।

টিকে থেকে ওয়ার্নারের অর্ধশতক
৯৬ বলে মাত্র দুটি চারে অর্ধশতকে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নার। বিস্ফোরক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের এর চেয়ে মন্থর পঞ্চাশ আছে আর মোটে তিনটি।

স্টিভ স্মিথের বিদায়
ইনিংসে নিজের প্রথম ওভারেই তাইজুল তুলে নিলেন তার প্রথম উইকেট। স্টিভ স্মিথকে বোল্ড করেছেন দৃষ্টিনন্দন এক ডেলিভারিতে। অফ স্ট্যাম্পের বাহিরে পিচ করা বল স্মিথের ব্যাট এবং প্যাড পরাস্ত করে সোজা মিডল স্ট্যাম্পে আঘাত করে।

মুস্তাফিজে কাটা পড়লেন রেনশ
মুস্তাফিজের বলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অজি ওপেনার ম্যাট রেনশ’র দারুণ এক ক্যাচ নিয়েছেন মুশফিক। মাত্র ৪ রানেই বিদায় নিয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান। ১৫ রান তুলতে গিয়ে এক উইকেট হারিয়েছে অজিরা। লাঞ্চের আগে মাত্র ৪ ওভার খেলা হয়েছে। মুস্তাফিজ তার প্রথম ওভারেই ম্যাট রেনশ’র উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। ডেভিড ওয়ার্নার ২ এবং অধিনায়ক স্টিভ স্মিথ ৮ রান করে অপরাজিত আছেন।

লায়নের সাতে টাইগাররা থামল ৩০৫ রানে
তাইজুলকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে বাংলাদেশের শেষ উইকেট নিয়েছেন ন্যাথান লায়ন। তিনি এই উইকেট নেওয়ার মাধ্যমে মোট সাত উইকেট নিয়েছেন ৯৪ রানে। আর বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩০৫ রানে।

অ্যাগারের শিকার নাসির, রান আউট মিরাজ
অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়েন নাসির। কিছুখণ পরই রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ডেভিড ওয়ার্নার সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভাঙ্গেন।

দ্রুত বিদায় মুশফিকের
অফ স্পিনার ন্যাথান লায়নের বল ডিফেন্স করতে গিয়ে ঠিক মত বুঝতে পারেননি মুশফিক। যদিও তিনি বলটা ঠেকিয়ে দিয়েছিলেন কিন্ত ব্যাটে বলে সংযোগ ছিলো খুবই অল্প। ফলস্বরূপ বোল্ড হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ

দ্বিতীয় দিনে মাঠে নেমেছে টাইগাররা
শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের তিন সেশনে বাংলাদেশের সংগ্রহ ৭০/৩, ৮৫/২, ৯৮/১। অর্থাৎ রান বাড়ছে, উইকেট কমছে। এখান থেকে আজ কত দূর যেতে পারে টাইগাররা? এই উইকেটে কত রান ভালো স্কোর?

এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সবার মনে। তাছাড়া উইকেটে অনেকক্ষন থেকেও, কত রান করলে সেটা দলের জন্য ভালো তা বুঝতে পারেননি টাইগাররা ব্যাটসম্যানরা। তবে ৩৩০-৪০০ রান করতে পারলে অজিদের চাপে ফেলা যেতে পারে।

অস্ট্রেলিয়ার প্রয়োজন চার উইকেট আর বাংলাদেশের প্রয়োজন কমপক্ষে দেড় কিংবা দুই সেশন উইকেটে থাকা। তাহলেই প্রথম ইনিংসে লড়াইয়ের পুজিটা পাবে টাইগাররা। তাছাড়া উইকেটের যে ধরণ, তাতে যত সময় গড়াবে স্পিনারাই সুবিধা পাবেন। তাই আজ অজি বোলারদের শুরু থেকেই চাপে রেখে আজকের দিনের ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নিতে হবে টাইগার ব্যাটসম্যানদের।

তাছাড়া গতকাল প্রথম সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছিল তিনটি, পরের সেশনে দুটি, শেষ সেশনে একটি। সেই ধারাবাহিকতায় এরপর যদি আসে একটি উইকেটবিহীন সেশন, ম্যাচের লাগামও তাহলে হাতে নিতে পারে বাংলাদেশ।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান। মুশফিক ৬২*, সাব্বির ৬৬, সাকিব ২৪, সৌম্য ৩৩, মমিনুল ৩১, নাসির ১৯*। এই কয়জন ব্যাটসম্যানের রানের ওপর ভর করেই বাংলাদেশ এই রান করে। অজি অফ স্পিনার নাথান লায়ন একাই ৫ উইকেট নিয়ে পদে পদে বিপদে ফেলেছিলেন টাইগার ব্যাটসম্যানদের।

গতকাল ম্যাচের একপর্যায়ে মনে হয়েছিল প্রথম টেস্টের মত প্রথম দিনেই হয়তো শেষ হয়ে যাবে বাংলাদেশের ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অজি স্পিন আক্রমণ বাঁধা পাড় করেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং তরুণ সাব্বির রহমান। দুইজন মিলে ৬ষ্ঠ উইকেটে গড়েন ১০৫ রানের জুটি। শেষ বেলায় সাব্বির ৬৬ রানে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে গেলেও মুশফিক (৬২*) এবং নাসির (১৯*) নিরাপদে দিন পার করেন।


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭