ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে সরাসরি না খেলতে পারার শঙ্কায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2017


Thumbnail

ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে তাদের বাছাই পর্বের ম্যাচে। আর্জেন্টিনা এই ম্যাচে বেশ ছন্নছাড়া ভাবে খেলেছে। আর তারই সুযোগ নেয় ভেনেজুয়েলা। ৫০ মিনিটে মুরিল্লোর গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা।

কিন্তু নিজেদের ভুলেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৫৪ মিনিটের সময় রোলফ ফেসের নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে আর্জেন্টিনা। আর শেষ পর্যন্ত এই ফলাফল নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। প্রথমার্ধে সেলেকাওরা ভালো খেললেও গোল পায়নি তারা। এমনকি গোল পায়নি কলম্বিয়াও।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে উইলিয়ান গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। কিন্তু এই লিড তারা বেশি সময় ধরে রাখতে পারেনি। ৫৫ মিনিটের সময় ফ্যালকাও গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।

এরপর বেশ গতিময় ফুটবল খেলে দুইদল কিন্তু গোল পায়নি কেউই। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।

এই ম্যাচের পর ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর কলম্বিয়া তিনে, আর্জেন্টিনা পাঁচ নম্বরে। আর একদম শেষে ১০ নম্বরে আছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনা পঞ্চম হয়ে কোয়ালিফাইং রাউন্ড শেষ করলে তাদেরকে ওশেনিয়া মহাদেশের চ্যাম্পিয়নদের সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭