ইনসাইড বাংলাদেশ

কেমন হলো ঢাবির নতুন উপাচার্য?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2017


Thumbnail

 

যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজে পূর্ণকালীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিলেন তিনি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত নতুন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। 

আখতারুজ্জামান বরগুনার পাথরঘাটায় ১৯৬৪ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। বরগুনার কালমেঘা মুসলিম হাই স্কুল ও বরগুনা সরকারি কলেজে লেখাপড়া শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ম স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর সম্প্নন করার পর তিনি ফারসি ভাষায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ভারতের আলিগড় থেকে ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

১৯৯০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন । ২০০৪ সালে তিনি প্রফেসর হন। একই বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আরবি বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কলা ‍অনুষদের ডিন হিসেবে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান। তার মোট ৪২টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ‘মুসলিম ইতিহাসতত্ত্ব’, ‘মধ্যযুগীয় বাংলার সমাজ ও নগরায়ণ’ নামে দুটি বই লিখেছেন তিনি। তিনটি বইয়ের সম্পাদনা করেছেন। 

আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দলের প্যানেল থেকে ২০০৪, ২০০৫ ও ২০০৬ মেয়াদে তিন দফা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৯ ও ২০১১ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কবি জসীমউদ্‌দীন হলের প্রাধ্যক্ষও ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্যও ছিলেন। সব মিলিয়ে বলা যায় যোগ্য ব্যক্তি হিসেবেই তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য নির্বাচিত হয়েছেন। 

২০১৬ সালের ২২ জুন থেকে ঢাবির প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মো. আক্তারুজ্জামান। গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে সিনেটের সভায় প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও নীল দলের আহবায়ক আবদুল আজিজকে নিয়ে তিন সদস্যের প্যানেলকে ‍সিনেটের অনুমোদন দেয়া হয়।কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৩ আগস্ট সিনেটে মনোনীত ওই প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করে দেয়।সেই আদেশে বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রফেসর আরেফিন সিদ্দিকই ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন। 

এ বিষয়ে আগামী ৩ অক্টোবর হাই কোর্টে শুনানির দিন নির্ধারিত রয়েছে। তার আগেই ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১১ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্যানেলের বাইরে থেকে প্রফেসর মো. আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে অবসান হল আরেফিন যুগের। 

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭