ইনসাইড পলিটিক্স

মির্জায় টলটলায়মান কাদের?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2021


Thumbnail

টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। দলে কর্মী বান্ধব, পরিশ্রমী এবং ত্যাগী নেতা হিসেবে স্বীকৃত। আওয়ামী লীগ সভাপতির সাথে তার ভালো বোঝা। দলের দ্বিতীয় প্রধান নেতা হিসেবে কর্মীরাও তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সেই অবস্থা ক্রমশ: টলটলায়মান। দলের ভেতর সিনিয়র মাঝারি নেতাদের কাছে এখন তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। ওবায়দুল কাদের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। অথচ এজন্য তিনি নিজে মোটেও দায়ী নন। তার ছোট ভাই কাদের মির্জার বাড়াবাড়ি এবং বিতর্কিত বক্তব্যের জন্য এখন ওবায়দুল কাদেরের দিকে প্রশ্ন তুলছেন দলের অনেকে। আওয়ামী লীগের অনেক নেতাই এখন বলেন এবং বিশ্বাস করেন, ওবায়দুল কাদেরের জন্যই এভাবে আশকারা পাচ্ছেন মির্জা কাদের। আওয়ামী লীগের নেতারা সরাসরি প্রশ্ন করছেন, এরকম কাণ্ড যদি তার (ওবায়দুল কাদেরের) ছোট ভাই না করে অন্য কেউ করতো,তাহলে তিনি কি করতেন? তাহলে কি তিনি নীরবে মুখ বুঝে সহ্য করতেন?

বসুর হাট পৌরসভা নির্বাচনের সময় থেকেই বিতর্কের শুরু। তখন থেকেই কাদের মির্জার লাগামহীন কথাবার্তা লুফে নেয় গণমাধ্যম। একে একে কাদের মির্জার নিশানা হন, বেশ ক’জন কেন্দ্রীয় নেতা এবং এমপি। এসময় সবাই চুপচাপ ছিলেন। এটা নির্বাচনী প্রচারণার কৌশল এই ভেবে সবাই মুখ বুঝে থাকেন। সকলে আশা করেছিলেন, নির্বাচনের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোথায় কি? নির্বাচনের পর নতুন উদ্যমে শুরু হয়েছে মির্জার শব্দ বোমা। আওয়ামী লীগে নেতারা এবার বিরক্ত। অনেকে ক্ষুব্ধ। আগে আওয়ামী লীগের নেতারা এ প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতেন, ফিসফাস করে এখন প্রকাশ্যে এনিয়ে কথা বলছেন। অন্তত দুই জন আওয়ামী লীগ নেতা এব্যাপারে আওয়ামীলীগ সভাপতির সাথে কথা বলেছেন। দলের চেইন অব কমান্ড নষ্ট হচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন। আর মির্জার এই ঘটনায় এখন আওয়ামী লীগের নেতারা যতোটা না ক্ষুব্ধ মির্জার উপর, তারচেয়ে ক্ষুব্ধ ওবায়দুল কাদেরের উপর। আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যদি ছোট ভাইকে ডেকে ধমক দিতেন, তাহলে বিষয়টি এতদূর গড়াতো না।’ আর কাদের মির্জার ঘটনার সূত্র ধরে আওয়ামীলীগের অনেকেই সাধারণ সম্পাদক হিসেবে তার ব্যর্থতার তালিকা বানাচ্ছেন। অনেকেই জেলায় জেলায় গ্রুপিং এর জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করছেন। সব কিছু মিলিয়ে, এক সময় সমালোচনাহীন ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়েই দলের ভেতর প্রশ্ন উঠেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭