ইনসাইড বাংলাদেশ

প্রধান বিচারপতি বিদেশ যাচ্ছেন ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2017


Thumbnail

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১০ সেপ্টেম্বর বিদেশে যাচ্ছেন। তিনটি দেশে যাবেন তিনি ভারত, যুক্তরাষ্ট্র ও জার্মানি। দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যেই ছুটি নিয়ে প্রধান বিচারপতির এই বিদেশ সফর।

বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে অবকাশকালীন ছুটি। আদালত খুলবে আগামী ৩ অক্টোবর। এরপর আবার ছুটি হবে ১৪ ডিসেম্বর। ওই ছুটির পর আদালত খুলবে আগামী বছরের জানুয়ারিতে।

এদিকে প্রধান বিচারপতির বিদেশ সফরের ছুটি দীর্ঘ হতে পারে বলে জানা গেছে। তাই আগামী অক্টোবরে তিনি দেশে নাও থাকতে পারেন। এস কে সিনহার অনুপস্থিতে ওই সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক আবদুল ওয়াহাব মিয়া।

প্রধান বিচারপতি এস কে সিনহা অবসরে যাবেন আগামী বছরের ৩১ জানুয়ারি। ডিসেম্বরে ছুটির আগে তিনি দেশে ফিরে আসতে না পারলে আগামী বছরের জানুয়ারিতে মাত্র কয়েকদিন বাকি থাকবে প্রধান বিচারপতির মেয়াদ। তবে ওই মেয়াদেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নির্ভর করছে দেশে ফেরার ওপর।

গত জুলাইয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং পরে পাকিস্তানের সঙ্গে দেশের তুলনা ও প্রধানমন্ত্রীকে আকার ইঙ্গিতে হুমকি দিয়ে বিতর্কে জড়ান প্রধান বিচারপতি। এই নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জনও শোনা যায়। এজন্য সরকারের শীর্ষ পর্যায় রাষ্ট্রতির সঙ্গে যোগাযোগও করে। তবে ঈদের কিছুদিন আগ বিভিন্ন মহলে প্রধান বিচারপতি অপসারণের সুর কিছুটা নমনীয় হয়। আর প্রধান বিচারপতির দীর্ঘ বিদেশযাত্রাকে সরকারের সঙ্গে আপসের অংশ বলেও মনে করছেন কেউ কেউ।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭