ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীদের একটি বছরও নষ্ট না করতে বিকল্প পদ্ধতিতে ফল প্রকাশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2021


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। এতে তাদের ওপর মানসিক চাপ পড়বে। যারা এটা করছেন তাদের এসব মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। 

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আগের ফলাফল ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ মূল্যায়ন করে এবারের এইসএসসির ফলাফল নির্ধারণ করা একটা কঠিন কাজ ছিল। এ জন্য সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি আরও বলেন,  শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর নষ্ট হোক সেটা আমরা চাই না। আমরা করোনাভাইরাস যথাযথভাবে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি। সারা বিশ্বেই একই অবস্থা। করোনার নতুন ধরন সংক্রমিত হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭