ইনসাইড বাংলাদেশ

আলোচনায় ইসির সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2017


Thumbnail

ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন জাতীয় রাজনীতি ছিল মূলত মফস্বল কেন্দ্রীক। প্রত্যন্ত গ্রাম থেকে মফস্বল শহর- সবখানেই রাজনীতির আলাপ তুঙ্গে। আলোচনার মূল বিষয় কোন আসনে কোন দল কাকে মনোনয়ন দেবে?

অবশ্য আলোচনা একটু এগোতেই চলে আসে জোট রাজনীতির প্রসঙ্গও। কারণ কোন দল কাকে মনোনয়ন দেবে, এর আগের বিষয় হচ্ছে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে কোন জোট থেকে কোন আসন কোন দলকে দেয়া হবে? স্থানীয় রাজনীতি নিয়ে আলাপ শুরু হলেও আলোচনা গিয়ে ঠেকে জাতীয় রাজনীতিতেই।

শিগগিরই দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ । আর এই আলোচনা দীর্ঘায়িত হয় সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ প্রসঙ্গ।

ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঈদের আগে ২৪ আগস্টথেকে ৬টি দলের সঙ্গে সংলাপ হয়। আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে।

১০ সেপ্টেম্বর সকালে ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশখেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কল্যাণ পার্টি ও বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্টবাংলাদেশ এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার আগেই সীমানা পুননির্ধারণ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় বিএনপি এর সমালোচনা করলেও বিষয়টির বিরোধীতা করবে না তারা। বরং ২০০৮ সালের নির্বাচনের আগের অবস্থায় সীমানা ফিরিয়ে নেওয়ার পক্ষে বলবে দলটি। তবে আওয়ামী লীগ সীমানা পুননির্ধারণে ইসির উদ্যোগকে সমর্থন দেবে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

তাছাড়া দলগুলোর সঙ্গে আলোচনায় একাদশ সংসদ নির্বাচনকে প্রভাব মুক্ত করতে ভোটে সেনাবাহিনী মোতায়েন, ‘না ভোট’, সংসদ ভেঙেদেওয়ার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া ইভিএম বা ডিভিএম ব্যবহার নিয়েও অনির্ধারিত আলোচনা হতে পারে বলেও মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

সংলাপসূচি অনুযায়ী রাজনৈতিক দলের সংলাপে প্রথম দিন ২৪ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নিবন্ধনক্রম৪২। বিকাল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) নিবন্ধনক্রম ৪১। ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ(বিএমএল) নিবন্ধনক্রম ৪০। বিকাল ৩টায় খেলাফত মজলিশ (নিবন্ধনক্রম ৩৮)। ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি(নিবন্ধনক্রম ৩৭)। বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধনক্রম ৩৬। এই ক্রম অনুসারে আগে বিএনপি ও পরে আওয়ামী লীগের জন্য সংলাপের সময় নির্ধারিত হবে।

তবে সংলাপে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এগুলো হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাংলা ভাষায়প্রণয়ন, ভোটে অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে আইন সংস্কার, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচন প্রক্রিয়া সহজ করা,প্রবাসী ভোটারদের ভোটদান নিশ্চিত করা ও নির্ভুল ভোটার তালিকা করা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধিত রাজনৈতিক দলেরনিরীক্ষাসংক্রান্ত প্রস্তাব, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ আইনের খসড়া তৈরি করেছে ইসি। অনুমোদনের জন্য গত রোববারকমিশন সভায় খসড়াটি তোলা হয়। কমিশনারদের মতামত পাওয়ার পর আগামী ১৫ দিনের মধ্যে খসড়াটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়েপাঠানো হবে।

খসড়া আইনে ভোটার সংখ্যা, মোট জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামোর ভিত্তিতে সংসদীয় আসন পুননির্ধারণের কথা বলা হয়েছে। তবে সিটিকর্পোরেশন এলাকায় আসন বণ্টনের ক্ষেত্রে আয়তন বিবেনায় না রেখে শুধু ভোটার ও জনসংখ্যাকে বিবেচনায় নেওয়ার প্রস্তাব আছে।


বাংলা ইনসাইডার/এমএএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭