ইনসাইড বাংলাদেশ

ফিরছেন হাজিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2017


Thumbnail

হজ শেষে সৌদি আরব থেকে হজযাত্রীদের নিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট।

গতকাল বুধবার রাত ৮টা ২১ মিনিটে ৪১৯ হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট বাংলাদেশ বিমানের বিজি-২০১২ ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হজযাত্রীদের অতিরিক্ত চাপের কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে বেশি সময় লেগে যায়। ফলে ২ ঘণ্টা দেরি করে ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ে না ছাড়ার কারণে সেটি ঢাকায় পৌঁছায় বাংলাদেশ সময় রাত ৮টা ২১ মিনিটে।

এ প্রসঙ্গে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, বুধবার (গতকাল) সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ফিরতি পথের যাত্রীদের চাপ অনেক বেশি ছিল। বিভিন্ন দেশের হাজিরা নিজ দেশে ফিরছেন। তাই নিরাপত্তাজনিত (সিকিউরিটি ক্লিয়ারেন্স) অনুমতি পেতে দেরি হচ্ছে।

ফিরতি হজ ফ্লাইটগুলো চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন হজের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে ৬৪ হাজার ৮৭৩ জনকে ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত সময়ে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান। প্রাক-হজ ফ্লাইটে বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজযাত্রী পরিবহন করেছে। বাকি হজযাত্রী সৌদি এয়ারলাইনসে গেছেন।

বাংলা ইনসাইডার/আরএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭