ইনসাইড আর্টিকেল

আওয়ামী লীগের প্রাণভোমরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2017


Thumbnail

একটা মানুষ, পরনে লুঙ্গি। তেল চিটচিটে পাঞ্জাবির উপর মুজিব কোট। অশীতিপর বৃদ্ধ, কিন্তু অনাবিল হাসি মুখ জুড়ে। হাতে এক গোছা কলা আর একটা প্যাকেটে কটা পেয়ারা। গণভবনের গেটে এসে একরাশ ব্যস্ততা ছড়িয়ে বললেন, এই কলাগুলি হাসুর জন্য আনিসি। একটু তাড়াতাড়ি পাঠাও দেহি। এখন এসএসএফ সহ নিরাপত্তা কর্মীরা এরকম ঘটনায় অভ্যস্ত। তাঁরা তাঁকে স্বাগত জানাল। একজন জিজ্ঞেস করলেন, চাচা কিছু খাবেন? এবার বৃদ্ধ যেন মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন এমন ভঙ্গিতে বসে বললেন, দাও দিনি একটু পানি। নিরাপত্তা কর্মীরা দ্রুত ভেতরে খবর দিল (এমন নির্দেশ তাঁকে দেওয়াই আছে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব শেখর চলে এলেন কিছুক্ষণের মধ্যেই। এর মধ্যে কলা আর পেয়ারার নিরাপত্তা তল্লাশি হয়ে গেছে। শেখর প্রবীণকে সালাম দিয়ে বললেন, ‘চাচা কবে এলেন?’ বৃদ্ধ উত্তর দিলেন, ‘এইতো বাস থাকি নামি, হাসুর কাছে ইলাম। মেয়েটা এত কাজ করে, তোমরাতো ভালো মন্দ কিছুই খাওয়াও না, তাই কটা কলা আনলাম।’ শেখর তাঁকে ধন্যবাদ দিলো। কিছুক্ষণ কথা বলল। বলল, নেত্রী কলা আনার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছেন। দোয়া করতে বলেছেন, প্রবীণ মানুষটি মোনাজাতের ভঙ্গীতে হাত তুললেন বললেন, মেয়েটার জন্যিতো সব সময় দোয়া করি। সপ্তাহে একদিন রোজা রাখি। এক সময় প্রবীণ নিজেই ব্যস্ত হলেন চলে যাবার জন্য। বললেন, ‘যাই।’ শেখর কিছু টাকা দিতে চেষ্টা করল। প্রবীণ বলল, ‘হাসুতো অভাব খেদাইছে। এখন তুমি টাকা দেও ক্যা? একটু পরে সবার সঙ্গে হাত মিলিয়ে বিদায় নিলেন মানুষটি। কোনো চাওয়া নেই, কোনো তদবির নেই। প্রিয় নেত্রীর জন্য কিছু ফল এনেছেন। গণভবনের গেটে দাঁড়ালে প্রতিদিনই এরকম ঘটনা আপনার চোখে পড়বে। শুধু গণভবন কেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে পাওয়া যাবে এরকম নাম না জানা অসংখ্য হাসিনা ভক্তকে। যারা তাঁর জন্য রোজা রাখেন, প্রার্থনা করেন, পূজো দেন। শেখ হাসিনাকে জমি দেওয়ার একটি গল্পতো আমরা জানি। কিন্তু এমন ঘটনা খুঁজলে পাওয়া যাবে বাংলার আনাচে কানাচে। কদিন আগে শেখ হাসিনা গিয়েছিলেন বন্যা দুর্গত এলাকা কুড়িগ্রামে। সেখানে ত্রাণ বিতরণ করছিলেন। একজন বৃদ্ধা ত্রাণ নিতে এসে জড়িয়ে ধরলেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাও অপার ভালোবাসায় তাঁকে জড়িয়ে নিলেন। তারপর, বৃদ্ধা বললেন, ‘মা তুমি থাকতে আমার ভয় নাই। তুমিই আমার দাতা।’ এরাই শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি। ঈদের লম্বা লাইনে প্রতিবন্ধী একজন মানুষ এসেছেন। শুধু শেখ হাসিনার জন্য একটু ভালোবাসা জানাতে। ওয়ান ইলেভেনের সময় রিকশাচালক করিমকে মনে আছে? যে রোজ পয়সা বাঁচিয়ে বিস্কুট, এটা সেটা নিয়ে আসতো সাবজেলের সামনে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করে খাবারগুলো রেখে চলে যেতো।

আওয়ামী লীগের নেতা নন এরা। এদের কোনো পদ-পদবীর প্রত্যাশা নেই। নেই চাওয়া -পাওয়ার হিসেব নিকেশ। এদের চাওয়া একটাই শেখ হাসিনা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরাই হলো শেখ হাসিনার প্রাণশক্তি। এরাই হলো আওয়ামী লীগের জিয়ন কাঠি। এরই আওয়ামী লীগের প্রাণভোমরা এরা আছে বলেই শেখ হাসিনা কাজ করেন নির্ভাবনায়, মানুষের জন্য।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭