ইনসাইড সাইন্স

যন্ত্রনির্ভর অবসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2017


Thumbnail

‘কলেজ থেকে ফেরার পর বাসায়ই থাকি। প্রাইভেটে যাওয়া ছাড়া খুব একটা বের হই না। ফুটপাতের টং দোকান আর পার্ক ঘুরে বেড়াতে ভালো লাগে না। এর চেয়ে বাসাই ভালো, ঘরে বসে ইন্টারনেট ব্রাউজিং করি। সোস্যাল মিডিয়া, ইউটিউব ও অনলাইনে মুভি দেখেই অধিকাংশ সময় কাটে। এর পাশাপাশি রেগুলার পড়াশোনা তো আছেই।’  

ঢাকার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন আদনানের অবসর যাপন এমনই। বর্তমান সময়ের অধিকাংশ তরুণের অবসর-বিনোদনের অন্যতম প্রিয় অনুসঙ্গ বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ। স্ক্রিন ছুয়ে ছুয়ে সময় কাটানোর এ প্রবণতা শহর ও গ্রামে প্রায় একই রকম। বরং গ্রামাঞ্চলে ক্রমেই এ সংখ্যা বাড়ছে।          

এ প্রতিবেদন তৈরির জন্য ঢাকার বেশ কয়েকটি সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকের হাতেই আছে স্মার্টফোন। বন্ধুরা জড়ো হয়েছেন, গল্প করছেন, খাওয়া-দাওয়া করছেন, টিপ্পনি কাটছেন। তারপরও বেশিরভাগের মনোযোগ হাতের স্মার্ট ডিভাইসের দিকে। ফাঁক বুঝে মুঠোফোনের শুভ্র স্ক্রিন ছুয়ে দিচ্ছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে কেউ কেউ একাকী সময় পার করলেও, আঙুলের স্পর্ষে ঢুকে পড়ছেন ডটকম দুনিয়ায়।  

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পলাশ মাহবুব বলেন, আড্ডায়ও তো আজকাল সোস্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সবসময়ই নেট চালু থাকে। সময় সময় বিভিন্ন নটিফিকেশন আসে, চেক করি। লাগলে রিপ্লাই দিই। সঙ্গে আড্ডাও চলে।’  

ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্ব পরিস্থিতি, ইতিহাস, সংবাদ, তথ্য ও শিল্প-সংস্কৃতিক আদান-প্রদানসহ নানা বিষয় জানার সুযোগ পাচ্ছে তরুণেরা। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পড়াশোনার কাঠামো ও জ্ঞান চর্চায় যুক্ত হয়েছে বিবিধ সম্ভাবনা। দৈনন্দিন জীবনের আর্থ-সামাজিক প্রেক্ষাপটও বদলে দিচ্ছে ইন্টারনেটের ব্যবহার। তরুণদের মধ্যে উন্নত ও আধুনিক জীবনের আকাঙ্খা বাড়ছে। একই সঙ্গে কমছে মানসকি সীমাবদ্ধতা, বৃদ্ধি পাচ্ছে বিষয়ভিত্তিক সৃজনী দক্ষতা।                    

আরেক শিক্ষার্থী হেমন্ত সরোয়ার বলেন, সব কিছুই এখন ইন্টারনেটে। এটা ছাড়া চলে না। জ্যামে বসে বিরক্তি কাটাতে, কারো অপেক্ষায় বসে থাকলে, বিশাদগ্রস্থ হলে, যোগাযোগ, অবসর কিংবা বিনোদন- সবটাই এখন ইন্টারনেটভিত্তিক।      

অবসরে ইন্টারনেট ব্যবহারকারী তরুণদের বেশিরভাগই ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, ইমো, উইচ্যাট, ইন্সট্রগ্রামসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারেন। এসব ব্যবহার করে তারা সরাসরি অডিও-ভিডিও কল, সাধারন কথপোকথন ও তথ্য আদান-প্রদানের কাজ করেন। কখনো কখনো জমে ওঠে অনলাইন আড্ডাও। অনেকে ইন্টারনেটভিত্তিক নানা ধরনের গেম খেলেও অবসর কাটায়। এ বিষয়ে একাধিক তরুণ জানিয়েছেন, ইদানিং তাঁরা একেবারেই টেলিভিশন দেখেন না। খেলা, খবর বা  বিশেষ কোনো অনুষ্ঠান দেখার কাজে টেলিভিশন নির্ভরশীলতা কমে এসেছে। মুভি, নাটক, অডিও বা  ভিডিও গান- সবই দেখেন ইউটিউবে।  

এ কাজে তাঁরা ব্যবহার করেন স্মার্টফোন, ট্যাবলেন, নোটবুক, ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার। তবে এগুলোর মধ্যে স্মার্ট মুঠোফোন সহজলভ্য ও সব ধরনের পরিবেশে পরিবহনযোগ্য বলে এর ওপরই তরুণদের আগ্রহ বেশি।          


বাংলা ইনসাইডার/আরজে/জেডএ


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭