কালার ইনসাইড

নিষিদ্ধ হলো তারিক আনামের `মেকআপ`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2021


Thumbnail

দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা (নায়ক) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবার তার অভিনীত মুক্তিপ্রতিক্ষীত ছবি ‘মেকআপ’ আটকে গেল সেন্সর বোর্ডে। শুধু আটকেই যায়নি, বোর্ড বলছে এটিকে অলরেডি ‘নিষিদ্ধ’ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘এটি আমাদের ইন্ডাস্ট্রির সরাসরি বিরুদ্ধের একটি সিনেমা। যার মাধ্যমে সিনেমা শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য। তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরো বলেন, নির্মাতা অনন্য মামুন চাইলে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।

সিনেমা অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এতে তারিক আনাম খান ছাড়াও আছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ প্রমুখ। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭