ইনসাইড ক্যারিয়ার

বিসিএসের বিষয়ভিত্তিক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2017


Thumbnail

রোহান বিসিএস পরীক্ষা দেওয়ার আগে শুনেছিল গণিত ছাড়াই প্রিলি পাস করা যায়। কারণ ২০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গণিতে থাকে মাত্র ১৫ নম্বর। তাই গণিত ছাড়াই প্রস্তুতি নিয়েছিল সে। পরীক্ষায় সহজ গণিত আসলেও রোহান উত্তর করতে পারেনি। তাই বিসিএস প্রিলিমিনারিতেও টিকেনি সে।

বিসিএস পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়ায় এখানে বিষয়ভিত্তিক সব বিষয়েই পারদর্শীতা প্রয়োজন। বাংলা ইনসাইডারের এই প্রতিবেদনে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো:

বাংলা ভাষা ও সাহিত্য
বিসিএস প্রিলিমিনারিতে ভাষা ও সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এই দুটি অংশেই মূলত ৩৫ নম্বরে প্রশ্ন হয়ে থাকে। ব্যাকরণ সহজে পারলেও এই অংশে সমস্যা দেখা দেয় সাহিত্যের প্রশ্ন মনে রাখতে।

সাহিত্য অংশে সাহিত্যিকদের জন্মস্থান, তাদের অমর সৃষ্টি, বিশেষ সম্মাননা, অমর চরিত্র, উপন্যাস, কবিতা, প্রবন্ধ মনে রাখতে হবে। প্রাচীন যুগ, মধ্য যুগ আর আধুনিক যুগ মিলিয়ে ৩ যুগের ই সাহিত্য ও সাহিত্যিকদের সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, প্রবন্ধ, সিনেমা ইত্যাদি নাম ও লেখকের নাম জানতে হবে।

ব্যাকরণ অংশে ধ্বনি, বর্ণ, পদ, শব্দ, শব্দের উৎস, শব্দের প্রকারভেদ, বাক্য ও এর শ্রেণীবিভাগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস, কারক-বিভক্তি, বিভিন্ন ধরনের বাক্য এর রুপান্তর ,উপসর্গ, অনুসর্গ ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জব সল্যুশন, সৌমিত্র শেখরের ‘বিসিএস প্রিলিমিনারি বাংলা’, ও ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বই দুটি পড়া যেতে পারে।

ইংরেজী ভাষা ও সাহিত্য
ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ মিলে বিসিএস প্রিলীতে ৩৫ নম্বর থাকে। তাই বিসিএস প্রিলিমিনারিতে টেকার জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশেরই ইংরেজি নিয়ে ভয় থাকে। কিন্তু চলতি ধারা অনুযায়ী পড়াশুনা করলে এই অংশে সাফল্য নিশ্চিত।

Preposition Synonym, antonym, Analogy, Voice, Narration, Sentence completion ভাল করে পড়তে হবে। English For Competitive Exams by Professor, Short Cut English বইগুলো ভালোভাবে পড়লেই সাফল্য লাভ সম্ভব। ইংরেজি সাহিত্যে বিভিন্ন লেখক, বিভিন্ন লেখকের লেখা ইত্যাদি গুরুত্বসহকারে পড়তে হবে।

বাংলাদেশ বিষয়াবলী
বিসিএস সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলি খুবই গুরুত্বপূর্ণ কারণ মুল্যবান ৩০ নম্বর থাকে এই অংশে। বিগত বিসিএসের প্রশ্নসমূহ পর্যালোচনা করে দেখা যায়, এ অংশ থেকে সমসাময়িক বিষয়ের ওপর প্রশ্ন বেশি এসেছে। কাজেই প্রতিদিন কিছু সময় দৈনিক পত্রিকাসহ সাপ্তাহিক ম্যাগাজিন, ফিচার ও সাধারণ জ্ঞানবিষয়ক পত্রিকা পড়তে হবে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কেও ভালোভাবে পড়া যেতে পারে।

আন্তর্জাতিক বিষয়াবলী
সাধারণ জ্ঞান অংশের কোনো সিলেবাস নেই। আন্তর্জাতিক অংশে সাধারণত দু´ধরনের প্রশ্ন করা হয়। প্রথমত, মৌলিক তথ্যমূলক বিষয় এবং দ্বিতীয়ত, সাম্প্রতিক ও চলতি ঘটনা প্রবাহের ওপর। মৌলিক তথ্যমূলক বিষয়গুলো আয়ত্তে আনার জন্য বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের মানসম্পন্ন প্রকাশনীর বই অধ্যয়ন করা যেতে পারে। আর সাম্প্রতিক ও চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কে জানার জন্য অবশ্যই প্রত্যহ দৈনিক পত্রিকা এবং তথ্যসমৃদ্ধ মাসিক সাধারণ জ্ঞানভিত্তিক পত্রিকা প্রফেসর´স কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে।

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা
বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান জানতে হবে। মূলত বাংলাদেশ বিষয়াবলি-র উপর ধারণা থাকলেই এখানে পুরো নম্বর পাওয়া যায়। নবম ও দশম শ্রেণীর ভূগোল বই এক্ষেত্রে অনেক সহায়তা করে।

সাধারণ বিজ্ঞান
সাধারণ বিজ্ঞানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ নম্বর থাকে। বিজ্ঞান বিভাগের ছাত্র না হলেই যে এ বিষয়ে ভালো করা যাবে না সে ধারণা ঠিক নয়। ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইগুলো থেকেই সাধারণত মৌলিক বিষয়ে প্রশ্ন করা হয়।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
ব্যাংক গাইড গুলোর মাধ্যমে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে সহায়তা নেয়া যেতে পারে । ব্যাংক গাইড থেকে ১৫ নম্বরের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন পরলে অধিকাংশই কমন পড়বে বলে আশা করা যায়।

গাণিতিক যুক্তি
৮ম, ৯ম,১০ম শ্রেণির গনিত ভালভাবে সমাধান করলে ভালো করা যায় । এমপিথ্রি, প্রফেসরস আর আরিফ এর শর্টকাট মেথড দেখতে পারেন। গনিতের ক্ষেত্রে একটা টেকনিক হল, অনেক ক্ষেত্রে আপনি অংক এর বিস্তারিত না পারলেও অপশন দেখে সঠিক উত্তর দেয়া যায়।

মানসিক দক্ষতা
বানান,সংখ্যাগত ধারণা, বিভিন্ন সমাধান ইত্যাদি প্রশ্নগুলো এখানে আসে। মাথা ঠান্ডা রেখে উত্তর দিলে অধিকাংশই পারা সম্ভব।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
৯ম ও ১০ম শ্রেণীর পৌরনীতি ভালোভাবে পড়লে এই অংশের ১০ নম্বর কভার করা সম্ভব।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭