ইনসাইড এডুকেশন

স্কুল খোলার ক্ষেত্রে সরকার শিশু সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2021


Thumbnail

‘‘কোভিড-১৯ পরবর্তী সময়ে স্কুল খোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে”। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর মিলনায়তনে কোভিড-১৯ বাস্তবতায় শিশুদের নিরাপদে বিদ্যালয়ে ফেরা শীর্ষক প্রস্তুতি ও সমন্বয় সভায় এমনটিই বলেন জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ। অনুষ্ঠানটি ঢাকা শিক্ষা অফিস (উচ্চ মাধ্যমিক) এর সহযোগিতায় আয়োজন করে সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ ও সেভ দ্য চিলড্রেন। 

কোভিড-১৯ প্রেক্ষাপটে ২০২০ সালের ১৭ই মার্চ বাংলাদেশ সরকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় যা এখনো বহাল আছে। দশ মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করেছে। সবাইকে এই নীতিমালা সম্পর্কে জানাতে ও কোভিড-১৯ পরবর্তী সময়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন থানা ও উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সহকারি থানা শিক্ষা অফিসারবৃন্দ, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭