লিভিং ইনসাইড

খাঁটি ঘি চেনার উপায় 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2021


Thumbnail

ভেজাল জিনিসে ভরে গেছে বাজার। চেনার উপায় নেই কোনটা ভালো আর কোনটাতে ভেজাল। বাড়িতে তৈরী খাঁটি ঘি পাওয়া খুব কঠিন। তবে একেবারেই যে পাওয়া যায় না তা নয়। শুধু ভালো-খারাপের মধ্যে থেকে খাঁটি ঘি টা চিনে নেওয়া টা মূল কথা। এখন প্রশ্ন হলো চেনার উপায় কি আছে? 

হ্যা আছে; জেনে নেই চলেন কিভাবে চিনে নিতে পারেন কেনা ঘিতে ভেজাল আছে কিনা-

১. এক চামচ ঘি দিন গরম প্যানে। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায়, তবে বুঝবেন এতে ভেজাল আছে।

২. একটি কাচের বয়ামে খানিকটা ঘি নিন। একটি গরম পানির পাত্রে বয়ামটি বসিয়ে গরম করুন। গলে গেলে ফ্রিজে রেখে দিন বয়াম। যদি ঘি দুই লেয়ারে জমে, তা হলে বুঝবেন ঘিয়ের সঙ্গে নারিকেল তেল মেশানো হয়েছে। 

৩. ১ চা চামচ ঘি নিন হাতের তালুতে। ঘি যদি ত্বকের সংস্পর্শে আপনাতেই গলে যায় তবে বুঝবেন ঘি বিশুদ্ধ।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭