ওয়ার্ল্ড ইনসাইড

প্যাংগং থেকে ভারত ও চীনের সেনা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2021


Thumbnail

বিরোধপূর্ণ হিমালয় সীমান্তের প্যাংগং হ্রদ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত ও চীন। ভারতের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

গেল বছরের জুন মাসে ওই এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২৪ জন নিহত হন। ওই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তবে দুই দেশই এখন বলছে,  প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নিজেদের ভূখণ্ডে উত্তেজনা কমাতে কাজ করবে তারা।

গেল ১১ ফেব্রুয়ারি চীন ও ভারত তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। প্রত্যাহার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে পর্যালোচনা করতে শনিবার বৈঠকে বসেন দুই দেশের কমান্ডাররা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭