ওয়ার্ল্ড ইনসাইড

মুম্বাইয়ে হোটেল থেকে ৭ বার নির্বাচিত এমপির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2021


Thumbnail

মুম্বাইয়ের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ভারতে স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি মোহান দেলকরের মরদেহ। এর আগে, ৭ বার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন তিনি।

আজ সোমবার দুপুর নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। 

তা হাতে পেয়ে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। মাত্র ৫৮ বছর বয়সী সাংসদের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক তার সহকর্মীরা। কীভাবে, কেন এমন ঘটনা ঘটল? তা এখনও বুঝে উঠতে পারছেন না কেউ।

পুলিশ বলেছে, মরদেহের পাশ থেকে গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট পেয়েছেন তদন্তকারীরা। যদিও সে সম্পর্কে বিশেষ কিছু বলতে চায়নি পুলিশ।

মোহন দেলকর মূলত কৃষি বিশারদ। ভারতীয় নব্যশক্তি পার্টি নামে রাজনৈতিক দলের সদস্য হন। সেই দল থেকেই এর আগে লোকসভা ভোটে জিতেন দেলকর। ২০১৯ লোকসভা নির্বাচনের পর তিনি পাবলিক গ্রিভান্স সেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭