কালার ইনসাইড

দুই গানে ছয় নাটক; দেখা যাবে বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2021


Thumbnail

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে বাংলাদেশি কনটেন্ট বিনামূল্যে দেখা গেছে এর আগেও। এবার বাংলাদেশে নির্মিত তারকাবহুল ছয়টি নাটক বা শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল-এ। নাটকগুলো দুটি জনপ্রিয় গান `পিরিতি কাঁঠালের আঠা` এবং `হৃদ মাঝারে রাখব`র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। নাটকগুলো এই প্লাটফর্মে দেখা যাবে একদম বিনামূল্যে। 

`পিরিতি কাঁঠালের আঠা`, জনপ্রিয় এই লোকসংগীতের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের `তোমার টানে`, মেহেদী হাসানের `২৫২১` এবং মোহন আহমেদের `বিয়ে শাদী`।

`হৃদ মাঝারে রাখব` এই গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে শাখাওয়াত মানিকের `চেনা মুখ, অচেনা ঠিকানা`, মেহেদী হাসানের `হাই ভলিউম` এবং সোহেল হাসানের `নো প্রেম নো বিয়ে`।

জিফাইভ গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়, রোমান্স, প্রহসনমূলক, ব্যাঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের নাটকগুলোতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, জিয়াউল ফারুক অপূর্ব, শিবা আলী খান, ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, অহনা রহমান, মোশাররফ করিম ও তারিনসহ অনেকে।

নাটকগুলো ২৬ ফেব্রুয়ারি `জি ড্রামা টাইম` নামে জিফাইভ গ্লোবাল`র নতুন বিভাগে মুক্তি পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭