ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2021


Thumbnail

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২৫ মার্চ সিলেটে হবে? নাকি তারিখ পিছিয়ে নিরপেক্ষ ভেন্যুতে? মঙ্গলবার সিদ্ধান্তটি জানানোর কথা ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)। এএফসির এই মেইলের জন্য দিনভর অপেক্ষায় ছিল বাফুফে। আর গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করছিল বাফুফের কাছ থেকে সেটা জানার। মেইল এসেছে সন্ধ্যার পর। তবে সেই মেইলে ম্যাচটির কোনো সিদ্ধান্ত নেই।

এএফসি জানিয়েছে- এই ম্যাচটির বিষয়ে সিদ্ধান্ত তারা দেবে আরো ২/১ দিন পর। যার অর্থ বুধবার বা বৃহস্পতিবার পাওয়া যেতে পারে এই ম্যাচের ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত। দুই দেশের ফিরতি ম্যাচটি ২৫ মার্চ হওয়ার কথা থাকলেও আফগানিস্তান এএফসিকে জানিয়েছে, তারা বাংলাদেশে আসবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কোনোভাবে হোম ম্যাচটি হাতছাড়া করতে নারাজ। দুই পক্ষ নিজেদের অবস্থানে অটল থাকায় এএফসির হাতেই এখন সিদ্ধান্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭