ওয়ার্ল্ড ইনসাইড

নাইজেরিয়ার আবারও ৩শ শিক্ষার্থী অপহরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে তিনশো’র বেশি নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দেশটির সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান, এমনটাই জানিয়েছে বিবিসি।

উত্তর নাইজেরিয়ায় সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় কয়েকশ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। এর মধ্যেই সরকারের এক মুখপাত্র জানালেন জামফারা রাজ্যের স্কুলে শিক্ষার্থী অপহরণের কথা।

গেল সপ্তাহেই বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন। জিম্মিদেরকে এখনও মুক্তি দেওয়া হয়নি।

২০১৪ সালে ২৭৬ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ইসলামিক মিলিটেন্ট বোকো হারাম, এরপর থেকেই অপহরণের বিষয়টি নজরে আসে বিশ্বের মানুষের কাছে। তবে এবারের অপহরণের ঘটনা সন্ত্রাসী কোন গ্যাং ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭