ওয়ার্ল্ড ইনসাইড

ইয়াঙ্গুনে বিক্ষোভ অব্যাহত; জাতিসংঘকে মিয়ানমার দূতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের একটি জেলায় বৃহস্পতিবার রাতভর দমনমূলক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। শুক্রবারও ইয়াঙ্গুন ও মান্দালে শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। 

রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতভর অভিযানের পরও শুক্রবার সামরিক শাসনের বিরুদ্ধে ইয়াঙ্গুনে বিক্ষোভে নামে বহু মানুষ। লোকজনকে গুলি করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতেও গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর। দুই শহরেই গুলিতে আহত হয় অনেকে। অনেককে ধরে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত অবস্থায়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ইয়াঙ্গুনের তামওয়ে এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ব্যবহার করে সাউন্ড গ্রেনেড। 

এদিকে, মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূ কিয়াও মোয়ে তুন দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭