ওয়ার্ল্ড ইনসাইড

শত শত ইথিওপীয়কে হত্যা করে ইরিত্রীয় সেনারা, বলছে অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রে সীমান্তে ইরিত্রীয় সেনারা শত শত ইথিওপীয়কে হত্যা করে, যেটি মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার জানিয়েছে এ তথ্য।

ইরিত্রীয় বাহিনীর এই গণহত্যা নিয়ে এক নতুন প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যেখানে বলা হয়, তাইগ্রে অঞ্চলের প্রাচীন শহর অ্যাক্সামে গেল নভেম্বর মাসের ২৮ ও ২৯ তারিখে ওই নিষ্ঠুরতা চালানো হয়। রক্তাক্ত সেই সহিংসতার কবল থেকে বেঁচে যাওয়া লোকজনের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করে তারা। প্রতিবেদন তৈরিতে সংস্থাটি স্যাটেলাইটের ছবিও ব্যবহার করেছে।

অ্যামনেস্টির কর্মকর্তা ডিপ্রোস মুচেনা বলেন, সংগৃহীত তথ্য প্রমাণে নিষ্ঠুরতার প্রতিচ্ছবির ইঙ্গিত পাওয়া গেছে। অ্যাক্সাম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনারা।

ইথিওপিয়ায় চলতে থাকা সহিংসতার কেন্দ্রে রয়েছে তাইগ্রে অঞ্চল। ওই মাসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তাইগ্রের সাবেক শাসকগোষ্ঠী তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নেতাকর্মীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। 

টিপিএলএফ নিয়ন্ত্রিত ইথিওপিয়ার জোট সরকারের সময় ১৯৯৮ থেকে ২০০০ সালে ইরিত্রিয়া প্রতিবেশী এ দেশটির সঙ্গে রক্তক্ষয়ী সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আবি। কিন্তু এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি ওই অঞ্চলে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭