ইনসাইড এডুকেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/09/2017


Thumbnail

এসএসসি ও এইচএসসিতে মানবিক বিভাগ থেকে কম পড়াশুনা করে এবং সাজেশন্সের মাধ্যমে ভালো রেজাল্ট করেছে সুজন। সুজনের আশা যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়তে হবে। এজন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফরম কিনেছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তো আর কম পড়াশুনা আর শর্ট সাজেশন্সে সুযোগ পাওয়া সম্ভব নয়। তাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রবল ইচ্ছা থাকলেও তা   পূরণ হয় নি সুজনের।

অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ই সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের পরীক্ষা শুরুর মাধ্যমে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর খুবই কম সময়ের ব্যবধানে অন্যান্য ইউনিটের পরীক্ষাগুলো হবে। সময় খুব কম তবুও বিভিন্ন ইউনিটের বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ইনসাইডারের এই প্রতিবেদনে উল্লেখ করা হলোঃ

বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নিজের ভাষা হলেও বিস্তর পড়াশুনা করতে হয় বলে বাংলাকে কঠিনই বলা যায়। ‘খ’,‘গ’,‘ঘ’ এই তিনটি ইউনিটেই বাংলাতে গুরুত্বপূর্ণ ৩০ নম্বর থাকে।

গদ্যের মূল বিষয়, গদ্য লেখক পরিচিতি, তাঁর সাহিত্যকর্ম, জীবনী ইত্যাদি বিষয় জানতে হবে। কবিতার ক্ষেত্রেও তাই। উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ বা নাটক ‘রক্তাক্ত প্রান্তর’ থেকেও প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ অংশের জন্য ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আগের বছরের প্রশ্নগুলো বাংলাতে রিপিটেশন হয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের আগের বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি
অনেকে মনে করে থাকে ইংরেজি ভালো করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া যাবে। সত্যিই ভালো ইংরেজি পারার ওপর বিশ্ববিদ্যালয়ে সুযোগ লাভ অনেকাংশে নির্ভর করে। বাংলার মতো ইংরেজিতেও ‘খ’,‘গ’ ও ‘ঘ’ ইউনিটে ৩০ নম্বর করে থাকে।

Parts of speech, Article, Tense, Voice, Narration, Correction, Right form of verbs, Translation, Synonyms, Antonyms, Transformation of sentences, Joining sentence, Comprehension প্রভৃতি বিষয় ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ গ্রামার ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি ইংরেজ কবি ও সাহিত্যিক, বিশেষ করে যাদের লেখা এইচএসসির সিলেবাসে রয়েছে তাদের জীবন ও সাহিত্যকর্ম, লেখার বিষয়, উদ্ধৃতি ইত্যাদি খুঁটিনাটি বিষয়ও মনে রাখতে হবে।

সাধারণ জ্ঞান
‘খ’ ও ‘ঘ’ ইউনিটে মহামূল্যবান ৬০ নম্বর থাকে সাধারণ জ্ঞানে। ‘চ’ ইউনিটভুক্ত চারুকলাতেও সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকে। সাধারণ জ্ঞানে সাধারণত দুটি অংশ থাকেঃ বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী। কিন্তু কোনো সিলেবাস নেই বলে বিস্তর পড়াশুনার প্রয়োজন হয়।

সাম্প্রতিক ঘটনাবলী ও মৌলিক তথ্যমূলক উভয় ধরনের প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে। বাংলাদেশ অংশের জন্য দেশের ভূ-প্রকৃতি, আয়তন, শিক্ষা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, উল্লেখযোগ্য স্থাপনা ও স্থপতির নাম, প্রশাসনিক কাঠামো, চলচ্চিত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব, খেলাধুলা, আবহাওয়া, সংবিধান, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয় জানতে হবে। আন্তর্জাতিক বিষয়ের জন্য জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, স্থাপনা, স্থাপত্য, স্থপতি, নোবেল পুরস্কার, বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজধানী, মুদ্রা, ভাষা, বিভিন্ন ধরনের পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, বুকার, ম্যাগসেসে, বিশ্বের উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম বিষয়সমূহ, আন্তর্জাতিক চুক্তি, বিশ্বের নামকরা নগর, বন্দর, ব্যয়বহুল শহর ইত্যাদি খুঁটিনাটি বিষয় পড়তে হবে। চারুকলার জন্য এর পাশাপাশি চারুকলার সঙ্গে যুক্ত সাধারণ জ্ঞান পড়তে হবে। আগের বছরের প্রশ্নগুলো খেয়াল করলে দেখা যায় সাধারণ জ্ঞানে প্রশ্ন রিপিট হয়। তাই সেগুলোও পড়তে হবে।

হিসাববিজ্ঞান
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে গ ইউনিটের জন্য পড়াশুনা করবে তাঁদের হিসাববিজ্ঞানের প্রস্তুতি নিতে হবে। মুনাফা ও মূলধন জাতীয় আয়-ব্যয়, সম্পত্তি, দায়, মালিকানা, হিসাববিজ্ঞানের বিভিন্ন নীতি, ঋণ, অবচয়, সঞ্চয় নীতি, অংশদারী ক্রয়-বিক্রয় মূল্যনীতি, শেয়ার ইস্যু, অনুপাত প্রভৃতি বিষয়ের ওপর ধারণা থাকতে হবে। হিসাববিজ্ঞানে অঙ্ক থাকবে। সেগুলো দ্রুত সমাধান করার পদ্ধতি জানতে হবে। এজন্য কোচিংয়ের পাশাপাশি বাসায় মন দিয়ে অনুশীলন করতে হবে।

ব্যবসায় নীতি ও প্রয়োগ 
ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকেও ‘গ’ ইউনিটে মূল্যবান ৩০ নম্বর থাকে। এ বিষয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে ব্যবসায়ের প্রকৃতি ও প্রকারভেদ, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যবস্থাপনার প্রকৃতি ও আওতা, ব্যাংকব্যবস্থা, মুদ্রাব্যবস্থা, বাণিজ্যিক ব্যাংক নীতিমালা ইত্যাদি বিষয় ভালোভাবে পড়তে হবে ও জানতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭