ইনসাইড ইকোনমি

আবারও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

এশিয়া মহাদেশের শীর্ষ ধনীর তালিকায় থাকা চীনের জোং শ্যানশেনকে পাশ কাটিয়ে এবার শীর্ষের তালিকায় নাম লিখালেন মুকেশ আম্বানি। জোং শ্যানশেনের মালিকানাধীন বোতল-জাতি পানি কোম্পানির শেয়ারের দাম রেকর্ড ২০ শতাংশ পড়ে যায়। এরপর আট হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনীতে পরিণত হন মুকেশ আম্বানি।

গত দুই বছরের বেশিরভাগ সময় এশিয়ার শীর্ষ ধনী থেকেছেন মুকেশ আম্বানি। ২০২১ সালের শুরুতে তিরি বিশ্বের ষষ্ঠ ধনীতে পরিণত হলেও আবারও সেই স্থান দখল করেন তিনি। শেয়ার বাজারে পতনের পর চীনা ধনকুবেরের সম্পদের পরিমাণ এবার কমে সাত হাজার ৬৬০ কোটি ডলারে নেমে আসে।

জ্বালানি খাত থেকে সরে এসে মুকেশ আম্বানি তার বাণিজ্যিক সাম্রাজ্য সম্প্রতি প্রযুক্তি ও ই-কমার্সের দিকে নিয়ে যাওয়া শুরু করেছেন। গত বছর তিনি রিলায়েন্স ডিজিটাল এবং রিটেইল ইউনিটের দুই হাজার সাতশ কোটি ডলার মূল্যের শেয়ার গুগল ও ফেসবুকসহ কয়েকটি বড় কোম্পানির কাছে হস্তান্তর করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭