ওয়ার্ল্ড ইনসাইড

ইরাকে সহিংসতায় নিহত ৫, আহত ১৭৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। শনিবার এমনটাই জানিয়েছে রয়টার্স।

এ ছাড়া নিরাপত্তাবাহিনীর কমপক্ষে ৫৭ সদস্যও আহত হয়েছেন। গেল রোববার ইরাকের দক্ষিণের নাসিরিয়ায় প্রাদেশিক সরকারি ভবনে হামলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা সরকারি ভবনে ককটেল ও পাথর নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনী টিয়ারগ্যাস ছোড়ে। প্রায় এক সপ্তাহ ধরে চলে আসা এই সহিংসতা ভয়াবহ রূপ নেয় শুক্রবার।

বিক্ষোভকারীরা আঞ্চলিক গভর্নরের পদত্যাগ ও ২০১৯ সালে দেশটিতে দুর্নীতি ও সরকারবিরোধী বিক্ষোভে যারা হতাহতদের ন্যায়বিচারের দাবি তোলেন। পরে পুলিশ বিক্ষোভ দমনের চেষ্টা করলে অন্তত পাঁচ জন নিহত ও ১৭৫ জন আহত হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭