ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ এখন উন্নয়নশীল; এটি ঐতিহাসিক অর্জন, বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গৌরবজ্জ্বল সুখবর দেয়ার জন্য। সমগ্র জাতির জন্য এটি গৌরবের দিন। এটি এমন সময় ঘটল যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। একইসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ৫ দিনব্যাপী বৈঠকের সমাপনী দিনে, এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। 

মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এ তিনটি সূচকে শর্ত অনুযায়ী উন্নতি করায় জাতিসংঘের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭