ইনসাইড গ্রাউন্ড

পিসিবির ‘সি’ ক্যাটাগরির প্রস্তাবে হাফিজের প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

২০১৯ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে ওয়ানডে বা টেস্ট খেলেননি মোহাম্মদ হাফিজ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ পারফরমেন্স করেছেন। সম্প্রতি হাফিজকে দেশটির কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করতে চাইলে তিনি রাজি হননি। কারণ হিসেবে জানা গেছে, হাফিজকে ‘সি’ ক্যাটাগরির প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

বলা হচ্ছে, নীচের সারির চুক্তির প্রস্তাব করায় রাগ করে সেটি ফিরিয়ে দিয়েছেন হাফিজ। এদিকে, কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশেষ সম্মান দেখিয়ে ম্যাচ প্রতি ‘এ’ ক্যাটাগরির ফি দিয়ে আসছে পিসিবি। হাফিজকে ‘সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাবের বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘হাফিজকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিলো। হাফিজ চুক্তি করতে না চাওয়ায় আমি হতাশ। তবে তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

টি-টোয়েন্টি ফরম্যাটে ফর্মে থাকা হাফিজ গত ১২ মাসে ৩৩১ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন। ৩৮৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। সর্বশেষ ৯টি ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন হাফিজ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭