ইনসাইড বাংলাদেশ

ময়মনসিংহে সমাজসেবা অফিসে স্বেচ্ছাসেবী ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

ময়মনসিংহের নান্দাইল সমাজসেবা অফিসেবিশৃঙ্খল অবস্থা চলছিল জনবলের অভাবে। নির্ধারিত সময়ে ভাতা বই পাচ্ছিলেন না সুবিধাভোগিরা। এমন সময় ওই কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা করতে স্বেচ্ছায় কাজ করছেন সানি ও শুভ নামে ছাত্রলীগের দুই কর্মী।

দেখা যায় যে, অনলাইনে আবেদন করা প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা ভোগিদের তালিকা ও বই তৈরির কাজ করেন তারা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী জানান, তার কার্যালয়ে জনবলের অভাব। এ অবস্থায় ছাত্রলীগ কর্মীদের সহযোগিতা পেয়ে অফিসে কাজের গতি বেড়ে গেছে। তারা স্বেচ্ছায় এই শ্রম দিচ্ছেন। আরো অনেকে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

সিরাজ উদ্দিন নামে এক কর্মকর্তা জানান, সানি এবং শুভ অত্যন্ত পরিশ্রমী। তাঁরা এ ধরনের একটি কাজে নিজেদেরকে যেভাবে বিলিয়ে দিচ্ছে তা সকলের কাছেই অনুকরণীয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭