ইনসাইড বাংলাদেশ

এক পলকে সব খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

দেশের খবর

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ৫ দিনব্যাপী বৈঠকের সমাপনী দিনে এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়।

শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‍পুলিশের ‘হত্যাচেষ্টার মামলা

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আটক ৭ জনের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানার পরিদর্শক মাহবুব আলম জানান, শুক্রবার রাতে করা মামলায় সাত জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে খুলনায় লেখক মুশতাক আহমেদকে নিয়ে পোস্ট করায় একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 আন্তর্জাতিক

বাইডেন বললেন সিরিয়ায় বিমান হামলা ইরানের জন্য সতর্কবার্তা

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানসমর্থিত দুই মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের উচিত একে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া।

বিমান হামলা থেকে কোনো বার্তা পাঠাতে চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে জো বাইডেন দৃশ্যত ইরানকে উদ্দেশ্য করে বলেন, ‘দায়মুক্ত হয়ে আপনি কাজ করতে পারেন না।’

পশ্চিমবঙ্গে ভোট শুরু ২৭ মার্চ

আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হবে। মোট ৮ দফায় এ রাজ্যের ২৯৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ৩০টি আসনে ভোট হবে।

 

খেলাধুলা

লা লিগায় রাত ৯:১৫ মিনিটে মাঠে নামবে সেভিয়া ও বার্সেলোনা 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭