ইনসাইড এডুকেশন

৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2021


Thumbnail

আগামী ৩০ মার্চ খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এইদিন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিকের ক্লাস এখনি শুরু হবে না। দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে ৬ দিন এবং অন্যান্য ক্লাস হবে সপ্তাহে ১ দিন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। ৬টি মন্ত্রণালয়ের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড.দীপু মনি গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য নিরাপত্তার বিষয়গুলো মাঠপর্যায়ে মনিটরিং করেব স্বাস্থকর্মীরা। শিক্ষকদের দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা টিকার আওতায় আসবেন। স্কুলে রোজার ছুটি পুরো রোজা জুড়ে থাকবে না বলেও জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭