ইনসাইড আর্টিকেল

এবারের বর্ষায় যত্ন নিন কাঠের আসবাবপত্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2021


Thumbnail

আসছে বৃষ্টির দিন। সেই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে আসবাবপত্রও স্যাঁতসেঁতে হয়ে যায়। বাড়তি যত্ন না নিলে কাঠের আসবাব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। জেনে নিন কিছু উপায়।

১. জানলা থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন কাঠের আসবাব। এতে বৃষ্টির পানির ঝাপটা বা আর্দ্রতা সহজে এসে লাগবে না।

২. বর্ষাকালে কাঠের আসবাব দেয়ালের সঙ্গে একদম লাগিয়ে রাখবেন না। এ সময় দেয়াল ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্যাম্প দেয়ালের সংস্পর্শে এসে কাঠের আসবাব নষ্ট হয়ে যেতে পারে দ্রুত।

৩. আসবাব পরিষ্কার রাখুন সবসময়। সপ্তাহে অন্তত দুই দিন কাঠের আসবাব শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ধুলোময়লা খুব সহজেই বাতাসের আর্দ্রতা টেনে নিয়ে নষ্ট করে আসবাব।

৪. কাঠের আলমারি বা অন্য আসবাবের ভেতর ন্যাপথালিন রাখুন। এগুলো বাতাসের আর্দ্রতাকে টেনে নেয় এবং ঘুণ লাগার হাত থেকেও বাঁচায়। ন্যাপথলিন ছাড়াও নিমপাতা, লবঙ্গ রাখতে পারেন।

৫. কাঠের আসবাবে ওয়েলকোট বা মোমের প্রলেপ করে দিতে পারেন এতে টেকসই হবে অনেক দিন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭