ইনসাইড গ্রাউন্ড

মাঝমাঠের তরুণ পেদ্রিকে হারিয়ে বিপদে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2021


Thumbnail

কোপা দেল রের ফাইনালে উঠতে হলে কঠিন সমীকরণ মিলিয়ে জিততে হবে সেভিয়ার বিপক্ষে। এর মধ্যে দল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে আছে। আর এমন অবস্থায় সেভিয়ার ম্যাচের আগে বেশ বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে পড়েছেন মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রি।

সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে আছে বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে তারা। তবে, গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষেই ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে ব্যথা পেয়ে ৭১তম মিনিটে মাঠ ছাড়েন পেদ্রি। পরে রোববার বিবৃতিতে তার বাঁ পায়ের পেশির চোটের খবর জানায় বার্সেলোনা।

১৮ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড কতদিন বাইরে থাকতে পারেন, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে সেভিয়ার বিপক্ষে আসছে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। কোচ রোনাল্ড কুমানের হাত ধরে দল পুনর্গঠনের অভিযানে মৌসুমের শুরু থেকে দারুণ খেলে চলেছেন পেদ্রি। সব প্রতিযোগিতা মিলে এবার ৩৭ ম্যাচ খেলেছেন তিনি। তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭