ইনসাইড বাংলাদেশ

নিঃসন্তান হওয়ায় দুই শিশুকে চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2021


Thumbnail

সংঘবদ্ধ কোনো চক্র নয়, নিঃসন্তান হওয়ায় আলপনা বেগম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সদর হাসপাতাল থেকে পরপর দুটি শিশু চুরি করেন। আটকের পর পুলিশের কাছে এ কথা স্বীকারও করেন তিনি।

এছাড়া, শিশু চুরির ঘটনায় হাসপাতালের পরিছন্নতাকর্মীরা সহযোগিতা করেছে বলেও প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাত জনকে।

সিরাজগঞ্জে ৪ দিনের ব্যবধানে দুটি হাসপাতাল থেকে দুই নবজাতক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছিল অভিভাবকদের মাঝে। দাবি উঠে, শিশু চোরচক্রকে দ্রুত শনাক্তের। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেফতার করা হয় একপল্লী চিকিৎসকসহ ৭ জনকে। জীবিত উদ্ধার করা হয় শনিবার চুরি যাওয়া নবজাতক সামিউলকে। পাওয়া যায় অপর শিশু মাহিমের লাশও।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম।

তিনি জানান, কোনো সংঘবদ্ধ চক্র নয় পরপর দুই নবজাতকই চুরি করেছেন আল্পনা বেগম নামে এক নিঃসন্তান নারী। প্রথম চুরি করা শিশুটি মারা গেলে তিনি দ্বিতীয় শিশুও চুরি করেন। এ ঘটনায় আর কোউ জড়িত আছে কিনা জানতে চলছে অনুসন্ধান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭