ওয়ার্ল্ড ইনসাইড

রণক্ষেত্র মিয়ানমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/03/2021


Thumbnail

মিয়ানমারের জান্তা সরকার সেনাবিরোধী আন্দোলন এবার কঠোরভাবে দমন শুরু করেছে। রোববার আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় আরও ১৮ জন নিহত হয়েছেন। এরআগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬ জন। এ পর্যন্ত আন্দোলনে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটলো দেশটিতে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারি  বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত রকমের সহিংস ভূমিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন, পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, আহত হন আরও শতাধিক। গ্রেফতার করা হয়েছে কয়েকশ জনকে।

জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, রোববার দেশজুড়ে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ এবং সামরিক বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন অন্তত ১৮ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়।

ইয়াঙ্গুন, দাওয়েই ও মান্দালয় শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।

ইয়াঙ্গনের বিভিন্ন অংশে স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়ে পুলিশ গুলি ছোড়ে, বলছেন প্রত্যক্ষদর্শীরা।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭